দেশজুড়ে

ড্রামের ভেতর যুবকের ক্ষতবিক্ষত লাশ

চাঁদপুরের শাহরাস্তিতে ড্রামের ভেতর থেকে সিদ্দিকুর রহমান নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে একটি নীল ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত সিদ্দিকুর রহমান কুমিল্লার সদর দক্ষিণের বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে।

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুর গ্রামে একটি পরিত্যাক্ত ড্রামের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, সিদ্দিকুর রহমান নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করেন। পরে সিদ্দিকুর রহমানের মরদেহের ছবি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি তার স্বজনদের নজরে আসে। তারা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশ।

Advertisement

নজরুল ইসলাম আতিক/আরএআর/এমএস