আলোচনায় বা সংলাপে না বসলে দেশ চরমপন্থার দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা চক্র গণতন্ত্রকে নস্যাত করতে চায়। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সংলাপে বসতে হবে।প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে কথা শুনতে হবে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, প্রয়োজনে আপনি সামনে থাকেন, তারপরও সংলাপে বসেন। চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্র লোকদেরকে জেলে না রেখে বাহিরে রাখুন। অন্যথায় চোর ডাকাত খুনিরা রাজনীতিতে ঠুকে পড়বে। প্রেস ক্লাব ছাড়া দেশের কোথাও গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, দেশের কোথাও গণতন্ত্র নেই। দেশের কোথাও সভা-সমাবেশ করা যাচ্ছে না। কেবলমাত্র প্রেস ক্লাবেই বর্তমানে অনুষ্ঠান করা যায়। আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির মোহাম্মদ জসিম প্রমূখ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষকদল এ আলোচনা সভার আয়োজন করে।এমএম/আরএস/এমএস
Advertisement