জাতীয়

উত্তরাঞ্চলে কুয়াশার আভাস

দেশের সব অঞ্চলে কম-বেশি শীত নেমে গেছে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

এদিকে উত্তরাঞ্চলে কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

পিডি/এমএসএইচ/এমএস