আন্তর্জাতিক

নির্বাচনে হারের পর ভ্যাকসিনের ঘোষণায় বেজায় ক্ষেপেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার সবচেয়ে বড় ইস্যু ছিল করোনাভাইরাস মহামারি। দ্বিতীয়বার ক্ষমতা লাভের পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কাঁটাও ছিল এটাই। মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা তার ভোটব্যাংকের অনেকটাই ফাঁকা করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আসলে পরিস্থিতি ভিন্ন হতো বলে মনে করেন অনেকে।

Advertisement

ফলে নির্বাচনের পাঁচদিন পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হওয়ার ঘোষণা দেয়ায় বেজায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প।

সোমবার একাধিক টুইটে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), ফাইজার ও ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন এ রিপাবলিকান নেতা।

তিনি বলেন, নির্বাচনের আগে আমি, ‘ভ্যাকসিন বিজয়’ পাই, তা চায়নি এফডিএ ও ডেমোক্র্যাটরা। নির্বাচনের পাঁচ দিন পরে এটি (ঘোষণা) এসেছে, যেমনটা আমি সবসময় বলেছি!

Advertisement

তিনি দাবি করেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকলে আগামী চার বছরেও ভ্যাকসিন পাওয়া যেত না, আর এফডিএ-ও সেটি এত দ্রুত অনুমোদন দিত না। যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতায় লাখ লাখ মানুষের প্রাণ ধ্বংস হতো।

অবশ্য এখনই বিশ্বের মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২ লাখ ৩৮ হাজার জন। সেখানে এখনও কমেনি করোনার সংক্রমণ, প্রায় প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গত ১০ দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেই সোমবার কিছুটা আশার আলো দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তাদের তৈরি ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দু’টি।

নির্বাচনের পরে ঘোষণা দেয়ায় মার্কিন প্রতিষ্ঠানটির ওপর নিজের ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যেমনটা বলেছিলাম, ফাইজার ও অন্যরা কেবল নির্বাচনের পরই ভ্যাকসিনের ঘোষণা দেবে। কারণ আগে দেয়ার সাহস তাদের নেই।

Advertisement

টুইটে তিনি বলেছেন, এফডিএ’র উচিত ছিল এর ঘোষণা আরও আগে দেয়া। তা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং মানুষের জীবন বাঁচানোর জন্যে।

সূত্র: এনডিটিভি

কেএএ/পিআর