জাতীয়

করোনায় সুস্থতার হার ৮০.৫৯ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪১ হাজার ৪১৬ জন।

Advertisement

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫২০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন এক হাজার ৬৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৩ হাজার ৬২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর তুলনায় রোগী সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬৪৮ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৩ জন, রংপুর বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন রয়েছেন।

Advertisement

এমইউ/জেএইচ/এমএস