অর্থনীতি

শেয়ারবাজারে দর পতন অব্যাহত

টানা চার কার্যদিবস ধরে দর দরপতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজারে দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের দুই ঘণ্টায় সব ধরণের সূচকের পাশাপাশি দর হারিয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেলা ১২টা ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮০ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে মাত্র ১৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে ১৭৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স  ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১১৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১ কোটি টাকা।এসআই/এসকেডি/পিআর

Advertisement