২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি ব্যতিরেকে স্বতন্ত্র পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
Advertisement
সোমবার (০৯ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলা বিভাগ বাদে বাকি সব বিভাগের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলা বিভাগ বাদে বাকি বিভাগের সভাপতি ও ভর্তি পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার বিপক্ষে মত দেন। পাশাপাশি আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার মতামত ব্যক্ত করেন তারা। তাদের মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
Advertisement
ভর্তি পরীক্ষার তারিখ ও দ্বিতীয় মেয়াদে ভর্তির বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটির পরবর্তী সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। পূর্বের মতো এবছরও সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ৩৪ বিভাগের সভাপতি, আট অনুষদের ডিন ও আট হলের প্রভোস্টসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এএম/পিআর
Advertisement