খেলাধুলা

হেরে শীর্ষস্থান হারালো রিয়াল

লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের মুখও দেখল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও হারালো রাফায়েল বেনিতেজের শিষ্যরা।রবিবার এস্তাদিও র‌্যামন সানচেজে অতিথি হিসেবে মাঠে নামে রিয়াল। ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডার ইসকো থেকে বল পেয়ে ‘বাইসাইকেল কিকে’ অসাধারণ গোলটি করেন সার্জিও রামোস। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটেই রিয়ালের এই গোলের শোধ দেন সেভিয়া খেলোয়াড় সিরো ইম্মোবিলেরা। প্রথমার্ধে ১-১ ব্যবধানে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরে স্বাগতিকরা। দারুণ খেলে রিয়ালের রক্ষণভাগকে তছনছ করে দেয় দলটি। ফলে ম্যাচের ৬১ মিনিটে এভার বনেগা এবং ৭৪ মিনিটে লরেন্তের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া। দুই গোলে পিছিয়ে পরে প্রায় খাদের কিনারেই চলে গিয়েছিল রিয়াল। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে (৯৩ মিনিট) গ্যারেথ বেলের পাসে ব্যবধান ৩-২ করেন জেমস রদ্রিগেজ। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বেনিতেজের শিষ্যরা। বর্তমানে ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল।এমআর/পিআর

Advertisement