কৃষি ও প্রকৃতি

ধান চাষ লাভজনক করতে বিশেষ উদ্যোগ

দিন দিন আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে। সেইসাথে কৃষি শ্রমিকের সংখ্যাও হ্রাস পাচ্ছে। ফলে কৃষিতে শ্রমিকের মজুরি বেড়ে যাচ্ছে, তাতে করে ধানের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

Advertisement

ধানের উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রীকিকরণ করে শ্রমিক সাশ্রয়ী করার বিকল্প নেই।

সেই লক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে।

এ কার্যক্রমের আওতায় ৮০ খামার যন্ত্র যেমন টিলার, ট্রকটর, রিপার চালক ও মেকানিককে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর,২০২০) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় বরিশালে ৮০ জন ফার্ম মেশিনারি চালক ও মেকানিকদের প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির। প্রকল্প পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. একেএম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বরিশালের প্রধান ড. মো. আলমগীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম, মনিরুজ্জামান কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, হাসিবুর রহমান হিরা, ঐশিক দেবনাথ।

বৃহত্তর বরিশাল অঞ্চলের ৮০ জন টিলার চালক হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। 

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এমএমএফ/এমকেএইচ