জাতীয়

দেশের পোশাক কারখানার ৮০ শতাংশই নিরাপদ

বাংলাদেশের পোশাক কারখানা ভবনগুলোর ৮০ শতাংশই নিরাপদ বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। প্রায় দুই বছর ধরে দেশের পোশাক খাতের কারখানাগুলোর কর্ম-পরিবেশ নিয়ে সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স পরিদর্শন চালিয়ে আসছে, যা আজ (সোমবার) শেষ হচ্ছে। খবর- বিবিসি`র।জানা যায়, নিরীক্ষা দল চারটি রংয়ে ভাগ করে এ পরিদর্শন চালানো হয়। সবুজ ও হলুদ রংয়ের মানদণ্ডকে সম্পূর্ণ নিরাপদ এবং অল্প সংস্কার প্রয়োজন এমন ধরা হয়েছে। এছাড়া অ্যাম্বার বা পীত রংয়ের প্রতীক দিয়ে তার ব্যপক সংস্কার দরকার, আর লাল রং দিয়ে ঐ কারখানা বিপজ্জনক বলে বোঝানো হয়।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সাঈদ আহমেদ বলেছেন, ত্রিপক্ষীয় নিরীক্ষায় চার ধরণের মানদণ্ড ঠিক করে কারখানাগুলোতে পরিদর্শন চালানো হয়। এর বাইরে বিপজ্জনক হওয়ায় ছয়টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।রানা প্লাজায় ধস ও তারও আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত পোশাক শ্রমিক নিহত হবার প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এবং বিদেশি ক্রেতাদের দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশটির সাড়ে তিন হাজার পোশাক কারখানাকে ভাগ করে নিয়ে এই পরিদর্শন শুরু করে। আজ  (সোমবার) পনেরো শত কারখানার পরিদর্শন প্রতিবেদন প্রকাশ করা হবে।আরএস/এমএস

Advertisement