জাতীয়

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ২ বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অবশিষ্ট ৬ বিভাগেই করোনা রোগীর মৃত্যু হয়।

মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৬০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৭৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২০ হাজার ২৩৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি। নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর তুলনায় রোগী সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭ জনের। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৭১ জন ও এক হাজার ৩৯৬ জন নারী।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement