জাতীয়

করোনায় সুস্থতার হার ৮০.৪৭ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৭। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

Advertisement

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৬০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন এক হাজার ৪৭৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২০ হাজার ২৩৮ জনে। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর তুলনায় রোগী সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৫৭৭ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, রংপুর বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে ৭৫ জন রয়েছেন।

Advertisement

এমইউ/জেএইচ/এমকেএইচ