চাঁদপুরবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন সরকারি জেনারেল হাসপাতালে আইসিও-সিসিও স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দও এসেছে। কিন্তু আইসিও-সিসিও স্থাপনের জায়গা জটিলতার কারণে চার বছর যাবৎ টাকা পড়ে আছে। জায়গার অভাবে হাসপাতালের আইসিও-সিসিও স্থাপন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। ২০১৬ সালের জুন মাসের মধ্যে এটির স্থাপন কার্যক্রম শুরু না হলে প্রায় ১৬ কোটি টাকা ফেরত যাওয়ার সম্ভাবনা বেশি। অথচ এই হাসপাতালটিতে আইসিও ও সিসিও স্থাপন হলে দক্ষিণাঞ্চলসহ এর আশপাশের বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ এর সুফল পেত। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত জাগো নিউজকে জানান, চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের পেছনের ৯১নং মিনিউসিপ্যালিটি মৌজার ১নং খতিয়াতভূুক্ত . ৫৬১১ ও ৫৬১৯ দাগের ০৩৯৩৬ একর ভূমি আইসিও-সিসিও নির্মাণের জন্য স্থানীয়ভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। এ প্রেক্ষিতে এ স্থানটি অধিগ্রহণের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু এখানে একটি পুকুর থাকায় চাঁদপুর জেলা প্রশাসন জলাধার ভরাট করা নীতিমালা বর্হিভুত উল্লেখ করে এবং এ জায়গা নিয়ে একটি আমলী মামলা আছে বলে পত্র পাঠান। যার প্রেক্ষিতে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন বন্ধ হয়ে যায়। অথচ গত চার বছর যাবত এ স্থানে আইসিও-সিসিও স্থাপন করা হবে বলে চিঠি চালাচালি করা হয়েছিল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। চাঁদপুর গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ জাগো নিউজকে জানান, আগামি ২০১৬ সালের ১ জানুয়ারি ১৬ কোটি টাকার বরাদ্দের সময়সীমা শেষ হতে যাচ্ছে। এই সময়সীমা শেষ হলেই দীর্ঘ পাঁচ বছর পড়ে থাকা সরকারের ১৬ কোটি টাকা জুন মাসে ফেরত চলে যাবে। ইকরাম চৌধুরী/এমজেড/এমএস
Advertisement