দেশজুড়ে

করোনায় কলেজ অধ্যক্ষের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Advertisement

রোববার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়। এসএম ওয়াহিদুজ্জামান চার বছর আগে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে যোগদান করেন। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামীম হাসান বলেন, ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে ওয়াহিদুজ্জামানের মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে। তার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

Advertisement