দেশজুড়ে

নোয়াখালীতে শিশুকে বলাৎকার, ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। রোববার (০৮ নভেম্বর) সকালে নির্যাতনের শিকার শিশুটির মামা এ মামলা করেন।

Advertisement

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতারকৃত মো. মাসুদ (২৮) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো. আবু বক্কর ছিদ্দিক ওরফে বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করেন মাসুদ। মাঝেমধ্যে শিশুটি বিভিন্ন জিনিসপত্র কিনতে মাসুদের দোকানে যায়।

শনিবার বিকেল ৩টার দিকে চিপসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন মাসুদ। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী মাসুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

Advertisement

চরজব্বার থানা পুলিশের ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিজানুুুর রহমান/এএম/এমকেএইচ