দেশজুড়ে

সুস্থ আছেন জানিয়ে এমপি শফিকুলের বার্তা

নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে যে খবর ছড়িয়েছে, সেটা সত্য নয়। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।

Advertisement

গত শনিবার (৭ নভেম্বর) সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে শফিকুল এ কথা জানিয়েছেন। তার করোনা পরীক্ষার নেগেটিভ রেজাল্টের রিপোর্টের একটি কপিও তিনি সংবাদকর্মীদের কাছে পাঠিয়েছেন।

শফিকুল ইসলাম শিমুল জাগো নিউজকে জানান, সংসদ অধিবেশন বসার আগে সকল এমপির করোনা পরীক্ষা করাতে হয়। তিনিও পরীক্ষা করিয়েছেন। তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ছড়ানো সংবাদের বিষয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে যে সংবাদ দেয়া হয়েছে, তা সত্য নয়। আমি ভালো আছি সুস্থ আছি।

Advertisement

শফিকুল ইসলাম করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এখনো তিনি ত্রাণ বিতরণ এবং গণসংযোগ অব্যাহত রেখেছেন।

রেজাউল করিম রেজা/এইচএ/এমএস