দেশজুড়ে

বীরগঞ্জে ট্রাক্টরচাপায় হেলপার নিহত

বীরগঞ্জে ট্রাক্টরচাপায় হেলপার নিহত

দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ট্রাক্টর চাপায় মো. সুজন (১৭) নামে এক হেলপার নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই শালবন নামক এলাকা এ দুর্ঘটনা ঘটে। সুজন শহরের মাকড়াই গ্রামের মো. শাহ আলমের ছেলে।বীরগঞ্জ থানার এএসআই মো. মশিউর রহমান জানান, শহরের ঢেপা নদী থেকে বালু নিয়ে মাকড়াই শালবন নামক এলাকায় একটি গর্ত ভরাটের জন্য ট্রাক্টর নিচে নামে।এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে থাকা হেলপারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক রাসেল পলাতক রয়েছে।বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।এমদাদুল হক মিলন/বিএ

Advertisement