লক্ষ্মীপুরে অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ‘লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম’ গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতি ও বাংলানিউজ২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।রোববার রাত ৮টায় জেলা শহরের হাটবাজার কপি শপে এক সভায় এ কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য গঠিত এগারো সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি কাজল কায়েস (জাগো নিউজ), সহ-সাধারণ সম্পাদক শাকের মো. রাসেল (শীর্ষ নিউজ), কোষাধ্যক্ষ সানা উল্লাহ সানু (লক্ষ্মীপুর২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ সাহা (রাইজিং বিডি), দফতর সম্পাদক জহিরুল ইসলাম শিবলু (ইউনাইটেড নিউজ), নির্বাহী সদস্য সাইফুল ইসলাম স্বপন (বাংলা ট্রিবিউন), নজরুল ইসলাম জয় (শীর্ষসংবাদ), এম আর সুমন (দ্য রিপোর্ট), কিশোর কুমার দত্ত (ফোকাস বাংলা)।সংগঠনে অন্য সদস্যরা হলেন মো. কাউছার (ইউএনবি), রুবেল হোসেন (অপরাধ সংবাদ), রাকিব হোসেন রনি (বাংলামেইল), আবু মুসা মোহন (ক্রাইমবিডি), রাজিব হোসেন রাজু (বাংলার চোখ), মিশু সাহা (সাহস), শাকিল মাহমুদ (উপকূল বাংলাদেশ), সুমন দাস (ক্রাইম সার্চ), নাজিম উদ্দিন রানা (বিজয়বার্তা), ইসমাইল হোসেন রবিন (বিডিলাইভ), রাজু হাসান (লক্ষ্মীপুর টাইমস)।নবগঠিত এ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের পেশাগত মান্নোয়ন ও দক্ষতা বৃদ্ধি করতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম কাজ করবে। এ সংগঠনের সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লক্ষ্মীপুরের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।কাজল কায়েস/বিএ
Advertisement