সংসার জীবনে সুখী হওয়ার উপায়অনেকদিন পর দুই বন্ধুর দেখা হতেই খোশগল্পে মেতে উঠল-অনিক: দোস্ত, বলছিস সংসার জীবনে তুই খুবই সুখী। কিন্তু তুই তো আমাগো ক্লাসমেট মিলিরে বিয়া করছস! বনিক: হ্যাঁ, করছি। তাতে কী?অনিক: ও তো খুবই জেদী আর আর কড়া মেজাজের মেয়ে। ওকে সামলে চলা নির্ঘাৎ কঠিন কাজ? কীভাবে ম্যানেজ করিস?বনিক: খুব সোজা। যখন আমি দোষ করি, তখন সঙ্গে সঙ্গে স্বীকার করি। আর যখন সে দোষ করে, জাস্ট চেপে যাই।
Advertisement
****
সবগুলোর স্বাদ একই রকমপিন্টু ঠোঙা থেকে টসটসে পাকা জাম বের করে খাচ্ছে আর চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করছে। ঝন্টু কাছে গিয়ে স্মার্ট ভঙ্গিতে বলল-ঝন্টু: দোস্ত, একলা একলা খাবি? আমারেও দে একটু টেস্ট করি!পিন্টু: এই নে।ঝন্টু: শুধু একটা?পিন্টু: হ্যাঁ, বাকিগুলোর টেস্টও ওই একটার মতোই। জামের স্বাদ বুঝতে তোর মতো স্মার্ট ছেলের জন্য ওই একটাই যথেষ্ট। শুধু শুধু বেশি খেয়ে লাভ কী?
****
Advertisement
সব ইচ্ছা পূরণ হলো যেভাবে বুদ্ধি হওয়ার পর থেকে মিন্টুর একান্ত ইচ্ছা ছিল কয়েকটি-প্রথমত, সঙ্গে থাকবে টাকাভর্তি বাক্স।দ্বিতীয়ত, একটি মোটামুটি ঝামেলা ছাড়া চাকরি।তৃতীয়ত, শান্তির ঘুম।চতুর্থত, কাজ করার স্থানটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত।
মিন্টুর সব ইচ্ছাই আজ পূরণ হয়েছে। সে এখন এটিএম বুথের সিকিউরিটি গার্ড।
এসইউ/এমএস
Advertisement