প্রবাস

বাঁচতে চাইলে পারিবারিক আয়োজনও বন্ধ করুন

‘পুরো কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির আলবার্টা প্রদেশের পরিস্থিতি দিনে দিনে খুব খারাপের দিকে যাচ্ছে। বাঁচতে চাইলে সামাজিক, পারিবারিক, সভা-সমাবেশ, ছোটখাট আয়োজনও বন্ধ করুন।’

Advertisement

শুক্রবার আলবার্টার প্রিমিয়ার জেসন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। এ সময় প্রদেশটির চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আলবার্টার সব সম্প্রদায়কে ‘‘নজরদারি’’ তালিকায় আনা হয়েছে। সামাজিক জমায়েতের জন্য ১৫ ব্যক্তির সীমা নির্ধারণ করা হয়েছে। প্রদেশটিতে গত দুইদিনে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, গতকাল আলবার্টায় সর্বশেষ ১ হাজার ৪০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বুধবার আটশত দুইজন এবং শুক্রবার ৬ শত নয়জন। এছাড়াও গত দু’দিনে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

উল্লেখ্য, আলবার্টা প্রদেশে গত দুই দিনে ২৬ হাজার ৪৮৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চৌদ্দশত ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩৩ জন রয়েছে। প্রদেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৫২ জন।

অন্যদিকে কানাডার অন্যান্য প্রদেশেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। যদিও কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন।

অন্যান্য সবকিছু ঠিক থাকলেও করোনাভাইরাস কমছে না, যা কানাডাবাসীকে আবারো উদ্বিগ্নতার মধ্যে ফেলে দিয়েছে। দেশটির বিভিন্ন স্কুলেও কমবেশি করোনা শনাক্ত হয়েছে। অভিভাবকরাও হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮০৯ জন, মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৪ শত ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৩৭ জন।

Advertisement

এমআরএম/এমএস