অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনা আক্রান্ত হয়ে এ কে এম শওকত আলী নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে মারা যান তিনি।
এর আগে গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভিয়েনায় ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার হঠাৎ করে আবারও অবস্থার অবনতি হতে শুরু করে। পরে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
উল্লেখ্য, যে কিশোরগঞ্জের সন্তান শওকত আলী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন। তিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। পারিবারিক জীবনে শওকত আলী ছিলেন এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
Advertisement
এএইচ