জাতীয়

দীপন হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতীকী অনশন

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ব্যাবসায়ী-লেখক-প্রকাশকরা। রোববার বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি আয়োজন করে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি । ব্যবসায়ীরা বলেন, দেশে এখন কোনো মানুষ নিরাপদ নন। ব্লগার লেখক প্রকাশক পুলিশ সবাই জঙ্গি গোষ্ঠীর জঘন্য আক্রমণের শিকার হচ্ছেন। অথচ এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আমরা দেখছি না। সরকারের নির্লিপ্ততায় জঙ্গি গোষ্ঠী আরো বেশি উৎসাহিত হচ্ছে।সমাবেশে শেষে সংগঠনের সভাপতি নাজমুল হাসান নাজু বলেন, দীপনের উপর আক্রমন হতে পরে এমনটা কখনোই আমাদের মনে হয় নি। তাকে কোনোদিন ভীতও দেখিনি। অথচ সেই দীপন হত্যার আটদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো সন্দেহভাজন হিসেবেও কাউকে ধরতে পারেনি। আমরা তো বিচার চেয়ে পাচ্ছি না।তিনি বলেন, এই জঘন্য হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের আন্তরিকাতর অভাব আছে বলে আমরা মনে করছি না। পুলিশ আমাদের কাছে সময় চেয়েছে। আমরাও তাদের সময় দিতে রাজি আছি। আমরা চাই পুলিশ সুষ্ঠ তদন্তের মধ্যদিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে।অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শাহাবুদ্দীন, মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ কামালউদ্দীন, ছড়াকার আসলাম সানী প্রমুখ। এমএইচ/এসকেডি/পিআর

Advertisement