আন্তর্জাতিক

১১ মাস পর ট্রাম্পের উপহাসের শোধ নিলেন গ্রেটা থুনবার্গ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছেন জো বাইডেন। কিন্তু ৪টি রাজ্যে জয় পেলেই ফের চার বছরের জন্য হোয়াইট হাউসে থাকতে পারবেন ট্রাম্প। এই পরিস্থিতিতে পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং নেভাদা রাজ্যের দিকে তাকিয়ে আছে উভয়পক্ষ। তিন দিন পরেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা অব্যাহত।

Advertisement

এদিকে, ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছেন মিশিগান ও জর্জিয়ার আদালত। ওই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়ে দেয়া হয়েছে। তবুও ছাড়তে রাজি নন ট্রাম্প। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের পার্টি।

আদালত এসব অভিযোগ আমলে নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও ট্রাম্প নিজে টুইট করেছেন,‘পেনসিলভেনিয়াতে বড় আইনি জয়।’

ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুলে স্থগিতের জন্য ট্রাম্পের তৎপরতাকে কটাক্ষ করেছেন আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্পেরই পুরনো একটি টুইটের ব্যঙ্গ করে থুনবার্গ টুইটারে লিখেছেন, ‘হাস্যকর। ট্রাম্পকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তারপর বন্ধুদের সঙ্গে একটি ভাল পুরনো সিনেমা দেখতে যেতে হবে। চিল ডোনাল্ড চিল।’

Advertisement

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ‘টাইম’ পত্রিকা থুনবার্গকে বছরের সেরা ব্যক্তিত্ব (পার্সন অফ দ্য ইয়ার) মনোনীত করা পরে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প।

এসএস/পিআর