দেশজুড়ে

বরিশালে জাপার দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ

বরিশালে জাতীয় পার্টির (জাপা) বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রোববার বিকালে একই স্থানে সমাবেশ আহ্বান করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরবর্তীতে মহানগর জাপা তাদের পূর্ব নির্ধারিত স্থান বগুরা সড়কের মুন্সীর গ্রেজ সংলগ্ন কবি জীবনানন্দ দাস মিলনায়তনে এবং মহানগর জাপার অপর অংশ প্রায় ৩০০ গজ দূরে একই সড়কের চৈতন্য স্কুল প্রাঙ্গণে পথসভা করে। বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. মর্তূজা আবেদীন ও তার অনুসারীরা বিকেলে জীবননন্দ দাস মিলনায়তনে মতবিনিময় সভার আহ্বান করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক গোলাম কিবরিয়া টিপুকে সভায় প্রধান অতিথি করা হয়। অন্যদিকে, মহানগর জাপার সাবেক সভাপতি ও জাপা থেকে সদ্য বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের অনুসারীরা একই সময়ে জীবননান্দ দাস মিলনায়তনের বাইরের সড়কে পথসভার ঘোষণা দেন। আর এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। কিন্ত প্রশাসনের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত দুই পক্ষ পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছে। মহানগর জাপার সাবেক সভাপতি মীর জসিম উদ্দিন জানান, খুন-নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে তারা জীবনানন্দ দাস হলের সামনে পথসভা আহ্বান করেছিলেন। পথসভা করতে প্রশাসনের পূর্ব অনুমতি লাগে তা তাদের জানা ছিলনা। ফলে পূর্ব অনুমতি না থাকায় তারা প্রশাসনের অনুরোধে ওই স্থানের পরিবর্তে চৈতন্য স্কুুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভা করেন। সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement