দেশজুড়ে

বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় বিদ্যুতের সাব-স্টেশন অফিস থেকে রমিজ উদ্দিন (৫০) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ ওই কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  নিহত রমিজ জেলার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ জানান, প্রতিদিনের মতো রমিজ উদ্দিন তার কর্মস্থল নগরীর কালিয়াজুরি বিদ্যুৎ সাব-স্টেশনে যান। রমিজ উদ্দিন ১৯৮৫ সাল থেকে ওই অফিসে সুইচ বোর্ড এটেন্ডার পদে কর্মরত। বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর খবর পেয়ে বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, ওই অফিসে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সেলিমের তত্ত্বাবধানে ছয়জন কর্মরত ছিলেন। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর কারণ সম্পর্কে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পরেনি। বিদ্যুৎ বিভাগ কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী একে দাস গুপ্ত জানান, ওই কর্মচারীর মৃত্যুর ঘটনায় উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকালে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামছুজ্জামান জানান, ওই বিদ্যুৎ কর্মচারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।কামাল উদ্দিন/এআরএ/পিআর

Advertisement