রাজনীতি

গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের দু`দিনের কর্মসূচি

গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের দু`দিনের কর্মসূচি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।রোববার আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচির ঘোষণা করেন।দুই দিনের কর্মসুচির মধ্যে ১০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর শুক্রবার দেশের সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।এমএম/এসকেডি/পিআর

Advertisement