জাতীয়

করোনায় মোট মৃত্যুর ৭২ শতাংশের বেশি ঢাকা বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ সর্বমোট ৬ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩৫জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩৮৬ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭২ শতাংশের বেশি মৃত্যু হয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে একজন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়।

বিভাগীয় পরিসংখ্যান থেকে দেখা গেছে, করোনায় মোট মৃত ৬ হাজার ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ১৪৬ জন (৫২ দশমিক ২৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে একহাজার ১৮৯ জন(১৯ দশমিক ৭৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৭৩ জন (ছয় দশমিক ১৯ শতাংশ), খুলনা বিভাগে ৪৭৩ জন (৭ দশমিক ৮৬ শতাংশ), বরিশাল বিভাগে ২০১ জন (তিন দশমিক ৩৪ শতাংশ), সিলেট বিভাগে ২৫০ জন (চার দশমিক ১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬৪ জন (চার দশমিক ৩৮ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১২৫ জনের (দুই দশমিক ০৮ শতাংশ) মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২টি।

Advertisement

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৮৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৬ হাজার ৬জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৮৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।

এমইউ/এসএস/জেআইএম

Advertisement