দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী তিনজন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ২১ জন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা যান।
অবশিষ্ট পাঁচ বিভাগ খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Advertisement
এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪ পরীক্ষাগারে ১৫ হাজার ৪০টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৪২জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৬ হাজার হাজার ৬ জনে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
এমইউ/এসআর/জেআইএম
Advertisement