দেশজুড়ে

খুলনায় করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর নুরনগরে করোনা ডেডিকেটেড (ডায়াবেটিক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

Advertisement

এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হলো। এদিকে গত দুইদিনে খুলনায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকার বাসিন্দা হামিদ আলীর ছেলে দাউদ ফরাজী করোনা আক্রান্ত হয়ে গত ২৫ অক্টোবর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সাহেদা বেগমকে (৬৫) মঙ্গলবার গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।

Advertisement

এরপর মঙ্গলবার বিকেলেই করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা দেড়টায় তার মৃত্যু হয়।

এদিকে যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী রেহেনা (৫০) গত ২৮ অক্টোবর থেকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

তাদের প্রত্যেকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হান্নান/বিএ

Advertisement