বিনোদন

আইসিইউ থেকে কেবিনে অপূর্ব

করোনা আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে কেবিনে নেয়া হয়। হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।

Advertisement

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে বুধবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়।

অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয়।

Advertisement

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে।

এলএ/বিএ

Advertisement