আগামী ৬ ফেব্রুয়ারি ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে বলা হয়েছিল ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে পরীক্ষার জন্য এপর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে। মোট দুই লাখ ৪৪ হজার ১০৭ জন আবেদন করেছেন।এ কারণে পরীক্ষার জন্য হল পাওয়া ও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়– হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশ পরে জানিয়ে দেওয়া হবে।
Advertisement