জাতীয়

প্রবাসে মহিলা কর্মীদের নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, প্রবাসে কর্মরত মহিলা কর্মীদের বিচ্ছিন্ন কিছু নির্যাতনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা।  রোববার  বিকেলে সংসদে সরকার দলীয় সদস্য কামাল আহমেদ মজুমদারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রবাসে নারী কর্মীদের ওপর নির্যাতনের খবর পাওয়া মাত্রই দূতাবাস মহিলা কর্মীদের উদ্ধার করে সব ধরনের আইনী সহায়তা দিচ্ছে। একইসঙ্গে নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন-ভাতাসহ অন্য ন্যায্য পাওনা আদায়ে সহযোগিতা করছে। কোনো গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে অনীহা প্রকাশ করলে তার ইচ্ছানুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয় অথবা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে পাঠানোর যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রবাসে নারী কর্মীদের ওপর নির্যাতন বাড়ছে, এ ধারণাটি তথ্যভিত্তিক নয়।তিনি আরো বলেন, মমতাজ বেগম নামে এক মহিলাকর্মী গত ২৪ মে আবুধাবিতে ১৪ তলা থেকে পড়ে নিহত হন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হয়। এছাড়া আবুধাবি পুলিশ প্রতিবেদন ও ফরেনসিক প্রতিবেদন অনযায়ী, নিহত মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।  সরকার দলীয় সদস্য হাবিবুর রহমান মোল্লার এ সংক্রান্ত অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন বাড়িতে কর্মরত নারী শ্রমিকদের যৌন হয়রানির কথা সঠিক নয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।তবে নারী কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানের বিষয়টি স্পর্শকাতর বিধায়, বর্তমান সরকার নারী কর্মীদের অভিবাসন নিরাপদ করার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তিনি জানান।এইচএস/এএইচ/পিআর

Advertisement