খেলাধুলা

করোনা কেড়ে নিল প্রবীণ ক্রীড়া সাংবাদিকের প্রাণ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার, সাবেক ক্রিকেটার এম এ হান্নান খান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন তিনি।

Advertisement

তার বয়স হয়েছিল ৭২ বছর। হান্নান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

ক্রীড়া সাংবাদিক এম এম হান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

করোনাভাইরাসে মারা যাওয়া দ্বিতীয় ক্রীড়া সাংবাদিক হান্নান খান। এর আগে গত মার্চে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু।

Advertisement

আরআই/আইএইচএস/জেআইএম