জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। তার চেয়েও বড় কথা সফরকারীদের মাত্র ১২৮ রানেই বেধে ফেলেছে টাইগাররা। এত সহজে সবকিছু হবে ভাবেনি কেউ। এমনকি ভাবেনি খেলোয়াড়েরাও। বাংলাদেশ দলের সেরা ওপেনিং ব্যাটসম্যানও তাই বললেন।রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, এত সহজ হবে ভাবিনি। ম্যাচের আগে ভাবেছিলাম কষ্ট করেই জিততে হবে। যাবো, খেলবো, হয়ে যাবে এমন মানসিকতা আমাদের ছিলনা। আমরা জানতাম নিজদের প্রসেসটা ঠিক থাকলে আমরা জয় পাবো।তবে প্রথম ম্যাচে জয়ে পেয়েছেন বলে পরের ম্যাচেও সহজ জয় পাবেন আশা করেননা তামিম। বলেন, আমরা প্রথম ম্যাচেও সিরিয়াস ছিলাম, পরের ম্যাচেও থাকবো। কারণ পরের ম্যাচে এত সহজে জয় নাও আসতে পারে।পরের ম্যাচেই হয়তো জিম্বাবুয়ের প্রবল প্রতিরোধে পরতে পাড়েন, তাই তিনি চাচ্ছেন নিজেদের প্রসেস ঠিক রাখতে। খেলোয়াড়রা তাদের নিয়ম অনুযায়ী খেলতে পারলে পরের ম্যাচেও জিতবেন বলে আশা করছেন এই ওপেনিং ব্যাটসম্যান।সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ।আরটি/এমআর
Advertisement