করোনা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার (২ নভেম্বর) তিনি বাসায় ফেরেন।
Advertisement
পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মন্ত্রী করোনায় আক্রান্ত হলে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। প্রায় ২০ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তবে কোভিড পরবর্তী (পোস্ট-কোভিড) তার শারীরিক দুর্বলতা কিছুটা রয়েছে।
Advertisement
এ তথ্য কর্মকর্তা আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন নির্বাচনী এলাকাসহ অনেকে মন্ত্রীর শারীরিক অবস্থায় খোঁজ-খবর নিয়েছেন। এ জন্য তিনি ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করেছেন তার শারীরিক অবস্থা জানার জন্য। অসুস্থতার কারণে অনেকের ফোন ধরতে পারেননি- এ জন্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
পিডি/বিএ/এমএস
Advertisement