বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মী মো. খালিদ হাসানের বিরুদ্ধে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে শোকজ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) দুপুরে এ নোটিশ দেয়া হয়। খালিদ হাসান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাশ বলেন, গত বৃহস্পতিবার খালিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, খালিদ হাসান তার ফেসবুক থেকে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য লিখে নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। পাশাপাশি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক নানা মতামত প্রচার করে আসছেন। সম্প্রতি বিষয়টি তাদের নজরে এলে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন।
Advertisement
প্রক্টর ড. সুব্রত কুমার দাশ বলেন, এ ঘটনায় শিক্ষার্থী মো. খালিদ হাসানকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে তাকে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুজন হলেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনজুর আহমেদ এবং আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাইফ আমীন/এএম/পিআর