জাতীয়

করোনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬৪ শতাংশ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৬২০টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৭৬ জন, চট্টগ্রামে ২৯৬, রংপুরে ১২, খুলনায় ৭৮, বরিশালে ২১, রাজশাহীতে ৩৭, সিলেটে ৭১ ও ময়মনসিংহ বিভাগের ৪ জন রয়েছেন।

রোববার (১নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

এমইউ/এফআর/জেআইএম