আইন-আদালত

জনস্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

‘কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না’ আদালতের এমন আদেশ অমান্য করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরুষদের টাখনুর ওপর পোশাক পরা ও নারীদের হিজাব পরতে বলায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

Advertisement

কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রোববার (১ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এই নোটিশ পাঠিয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম পুরুষদের টাকনুর ওপরে পোশাক পরিধান করার এবং নারীদের হিজাব পরার বিষয়ে নির্দেশনা দিয়ে আদালত অবমাননা করেছেন ইনস্টিটিউটের পরিচালক।

নোটিশে বলা হয়েছে, ২০১০ সালে হাইকোর্টের এক আদেশে আছে, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। হাইকোর্টের এ আদেশ অমান্য করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরুষদের টাখনুর ওপর পোশাক পরা এবং নারীদের হিজাব পরার নোটিশ দিয়া আদালত অবমাননা করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

Advertisement

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

উল্লেখ্য, ২০১০ সালের ৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন যে, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। সেই রায়ে বলা আছে, ১৯৭২ সালের মূল সংবিধানের চার মূলনীতির অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা।

এটি পঞ্চম সংশোধনীর রায়ের মাধ্যমে পুনঃস্থাপিত হয়েছে। কাজেই কোনো ব্যক্তিকে কোনোভাবেই ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। জোর করে কোনো পোশাক পরানো মৌলিক অধিকারের পরিপন্থী। প্রত্যেক নাগরিকেরই স্বাধীনভাবে ধর্মপালন ও ধর্মীয় পোশাক পরিধানের অধিকার রয়েছে।

Advertisement

বাংলাদেশে জনস্বাস্থ্য ইনস্টিউট রোগ প্রতিরোধ বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনাসহ নানা বিষয়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি চিকেন পক্স, কলেরা, টাইফয়েডসহ নানা ধরনের রোগের ভ্যাকসিন উৎপাদন করে থাকে। একইসঙ্গে তারা বায়োলজিক্যাল রি-এজেন্ট উৎপাদন ও বায়লজিক্যাল প্রডাক্টগুলোর মান নিয়ন্ত্রণসহ এসব কাজের ফোকাল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে।

পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম নিজের মতো করেই এই আদেশ দিয়েছিলেন। তিনি মন্ত্রণালয় থেকে কোনো অনুমতিও নেননি কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনাও দেয়া হয়নি।

এফএইচ/বিএ/জেআইএম