ব্যবসায় উন্নতি করার উপায়এক ব্যবসায়ী তার ছেলেকে উপদেশ দিচ্ছেন-ব্যবসায়ী: দেখো, ব্যবসায় উন্নতি করতে দুটি কথা সব সময় মনে রাখবে। একটি হচ্ছে সততা, অন্যটি সুবুদ্ধি।ছেলে: সততা মানে কি বাবা?ব্যবসায়ী: সততা মানে কাউকে যখন তুমি কথা দেবে, সেটা তোমার রক্ষা কর উচিত।ছেলে: আর সুবুদ্ধি?ব্যবসায়ী: সুবুদ্ধি মানে কাউকে কোনো কথাই দেবে না।
Advertisement
****
অতিথি তাড়াতে গানঅতিথি: তোমার গলা ভালো নয়, তবু তুমি গাও কেন?রাজা: আমি তো গাইতে চাই না। তবে মা যখন বাড়ি থেকে অতিথি তাড়াতে চান; তখনই আমাকে গাইতে বলেন।
****
Advertisement
বাবার স্ত্রীর আপন ছোট ভাইসমবয়সী ভাগ্নে আর মামা রাস্তা দিয়ে যাচ্ছিলো। পথে ভাগ্নের এক বন্ধুর সাথে দেখা-বন্ধু: এই লোকটা তোদের কী হয় রে?ভাগ্নে: ইনি আমার বাবার শালা।বন্ধু: মানে?ভাগ্নে: মানে ইনি আমার বাবার স্ত্রীর আপন ছোট ভাই।
এসইউ/এমএস