ফেনীতে পৃথক ঘটনায় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পেট্রোবাংলা এলাকা ও শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের বাথানিয়া থেকে তাদেরকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তুলাবাড়িয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি এলজি ও একটি কার্তুজসহ অরুন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আটক অরুন চন্দ্র দাস তুলাবাড়িয়া এলাকার রঞ্জিত দাসের ছেলে।ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক মাহবুব মোরশেদ জাগো নিউজকে অস্ত্রসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করেন।অপরদিকে, অস্ত্রসহ মো. ইয়াছিন মানিক ওরফে বোমা মানিককে (৩৪) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের বাথানিয়া থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকার বিসিক সংলগ্ন কাবাব হাউজের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ মো. ইয়াছিন মানিককে আটক করা হয়। আটক মানিক পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সিরাজ সওদাগর বাড়ির মাহবুবুল হকের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ অস্ত্রসহ একজন আটকের সত্যতা নিশ্চিত করেন।জহিরুল হক মিলু/এমজেড/এমএস
Advertisement