দেশজুড়ে

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী গ্রেফতার

জয়পুরহাটে নাশকতা মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ (৫৫) বিএনপি-জামায়াত ও শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।গ্রেফতাররা হলেন, জামায়াতের জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউপি আমির মো. লোকমান হাকিম (৫৫), মোহাম্মাদাবাদ ইউপি জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুছ আলী (৪৫) ও মো. মহসিন আলী মাসুদ (৪৫) কালাই উপজেলা জামায়াতের রোকন মহসীন আলী (৪৩), ক্ষেতলাল পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (২৬) ।  এছাড়াও পাঁচবিবি ও জয়পুরহাট সদর উপজেলার জামায়াতের ও ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ১৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, ২০ দলীয় জোটের গত হরতাল-অবরোধ চলাকালে জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা ট্রেন, যাত্রীবাহী বাস ও ট্রাক, প্রইভেটকারে আগুন ধরিয়ে দেয়া ছাড়াও বিভিন্ন নাশকতা করেন। এসব নাশকতার ঘটনায় জয়পুরহাটের পাঁচটি থানায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।রাশেদুজ্জামান/এমজেড/এমএস

Advertisement