দেশজুড়ে

করোনাকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ বিশ্বে প্রশংসিত

প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। কোনো সমস্যা দেখা দিলে সবার আগেই ছুটে যায় পুলিশ। সিলেটে চোরাচালান বেড়েছে; এজন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। এসব পদক্ষেপ বিশ্বে প্রশংসিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক পরার ব্যাপারে শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি এদেশের মানুষকে ভালোবাসেন। সবার জীবন রক্ষার জন্য তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। তিনি মাস্ক বিক্রি বাড়ানোর জন্য এসব উদ্যোগ নেননি। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে আমরা আমাদের পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে পারব।

Advertisement

ইমরান আহমদ আরও বলেন, প্রবাসে অনেকেই দালালদের মাধ্যমে গিয়ে বিপদে পড়েন। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। দালালদের অপতৎপরতা নিয়ন্ত্রণের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষৎতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে সিলেট মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেন, পুলিশকে মানুষ এখন বন্ধু হিসেবে দেখে। কারণ করোনাকালে পুলিশ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে সকলের হৃদয় জয় করে নিয়েছে।

তিনি বলেন, সিলেটে পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখতে খুব দ্রুত রায়হান হত্যাকারীদের গ্রেফতার করবে পুলিশ। বর্তমান সময়টা প্রযুক্তির যুগ। কোনো অপরাধী অপরাধ করে পুলিশের হাত থেকে রেহাই পাবে না।

‘জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে এই সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

Advertisement

অতিরিক্ত উপ-পুলিশ কমিশান মো. এহসান উদ্দিন চৌধুরী এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাখী রানী দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব প্রমুখ।

ছামির মাহমুদ/এএম/পিআর