প্রবাস

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউইয়র্ক স্টেট শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ইত্যাদি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান ও সভা পরিচালনা করেন  নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। প্রধান অতিথি  ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াশিংটন মেট্টো বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, আমন্ত্রিত অতিথি  ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সাবেক সাংসদ সুলতানা আহমেদ। বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকার দেশকে এক মহা দূর্ভিক্ষের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার ও বাকশাল থেকে গণতন্ত্রের পথে দেশকে বিশ্বের কাছে পরিচিত করার পদক্ষেপই ছিল ৭ নভেম্বরের লক্ষ্য। জিয়া রহমান সিপাহী জনতার আকাঙ্খিত দেশ উপহার দিয়েছিলেন একজন সফল রাজনৈতিক ও রাষ্ট্র নায়ক হিসেবে। দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি গঠনের কর্মকাণ্ডের মাধ্যমে। বক্তারা আরো বলেন, ৭ই নভেম্বরের মাধ্যমে বাকশালীদের মাঝ থেকে ফিরে আনা গণতন্ত্র আজ আবারও গলা টিপে হত্যা করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে আবারও মহা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। দেশ ও প্রবাস থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে অনির্বাচিত ও অবৈধ সরকারকে হটাতে হবে।জেডএইচ/এমএস

Advertisement