জীবনে সফলতা লাভের জন্য সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে। বিশ্বের সফল ব্যক্তিদের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিতে হবে। আগ্রহের সঙ্গে অনুধাবন করতে হবে তাদের পরামর্শ বা দিকনির্দেশনা। বিশ্বের এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস সফলতার জন্য কয়েকটি পরামর্শ দিয়েছিলেন। আসুন বিল গেটসের দৃষ্টিতে সফলতার সেই পাঁচটি সূত্র জেনে নেই-আশাবাদী হতে হয়সব কাজেই আশাবাদী হতে হয়। না হলে কোনো বিনিয়োগ কিংবা ব্যবসাই শুরু করা সম্ভব হয় না। আশা ছাড়া দুর্গম চলার পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে আশা বেশিক্ষণ জাগিয়ে রাখাও ঠিক নয়।লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সফলতার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেই দিকে এগিয়ে যেতে হয়। কারণ লক্ষ্য নির্ধারণ না করলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই লক্ষ্য অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করতে হয়।‘না’ বলতে চেষ্টা করুনকাজটি না পারলে নিশ্চয়ই অপারগতা প্রকাশ করবেন। ‘না’ বলতে বোকামির পরিচয় দেবেন না। তাহলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। আর তাই ‘না’ বলার বিষয়টি শিখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমালোচনা মেনে নিনসমালোচনাকে সব সময় সাদরে গ্রহণ করতে হবে। সমালোচনাকারীর কথা ভালো না লাগলেও তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা থেকে বিভিন্ন রকমের ভুল সংশোধনের পথ খুঁজতে হবে।ব্যর্থতার প্রস্তুতিজীবনের সব কাজেই সফলতা পাওয়া যায় না। ব্যর্থতা আসতেই পারে। সেজন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ব্যর্থতায় নিরাশ না হয়ে বরং তা থেকে শিক্ষা নিতে হবে। পূর্ণোদ্যমে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।এসইউ/এইচআর/এমএস
Advertisement