আন্তর্জাতিক

অক্টোবরে ২৬ বছরের শীতলতম রাত দিল্লিতে

ভারতের দিল্লিতে অক্টোবরের শেষ সপ্তাহে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সেখানে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ২৬ বছর পর অক্টোবর মাসে সর্বনিম্ন।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা এভাবে কমতে থাকবে। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহে পুরোপুরি শীত নামবে দিল্লিতে। এছাড়া সেখানকার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে চলে আসতে পারে। আকাশে মেঘের আচ্ছাদনের অভাবে তাপমাত্রার কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বাড়তে পারে কুয়াশা।

আবহাওয়া অধিদফতরের আঞ্চলিক শাখার প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, ১৯৩৭ সালের অক্টোবর মাসে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৪ সালের ৩১ অক্টোবরের রাতে দিল্লির তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরপর গতকাল বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ১২.৫ ডিগ্রিতে নামল, যা ১৯৯৪ সালের অক্টোবরের তুলনায় ০.২ ডিগ্রি বেশি।

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত অক্টোবর মাসে দিল্লিতে সর্বনিম্ন গড় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মাঝামাঝি থাকে। কিন্তু চলতি বছরে তা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কমেছে। ফলে গত ২৬ বছরের মধ্যে শীতলতম অক্টোবর কাটাচ্ছে দিল্লিবাসী।

Advertisement

আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার এ অবস্থা চলতে থাকলে আগামী ১ নভেম্বর দিল্লির তাপমাত্রা কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়াবে। আর তার কয়েক দিনের মধ্যে ১০ ডিগ্রির নিচে নামবে। অর্থাৎ নভেম্বরেই দিল্লিতে জাঁকিয়ে বসবে শীত।

এমএসএইচ/এমএস