ভ্রমণ

গাজীপুরেই পাবেন রাঙামাটি

রাঙামাটি শুনে হয়তো অনেকের মনে হবে এটি পার্বত্য এলাকার একটি জেলা। আসলে এই রাঙামাটি সেই রাঙামাটি নয়- এটি ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরের একটি রিসোর্টের নাম। অবস্থানকালিয়াকৈরের সিনাবহ এলাকার ভাওয়াল শালবনের ভিতর ৬০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে রাঙামাটি রিসোর্ট। বৈশিষ্ট্য ও উপকরণরাঙামাটি নাম রাখা হলেও এখানে রাঙামাটির মতো পাহাড়-পর্বত নেই। এখানে রয়েছে ফুলের বাগান। রয়েছে ৭টি কটেজ ও একটি সুইমিং পুল। পাশাপাশি শিশুদের থ্রী ডি বিনোদন, কনফারেন্স রুম ও খাবার হোটেল রয়েছে। বিভিন্ন প্রজাতির ফলদ, ওষুধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে রাঙামাটি রিসোর্ট। ভিতরে একটি লেক রয়েছে। এই লেকের মাঝে একটি কাঠ ও বাঁশের ঝুলন্ত সাঁকো রয়েছে। ভাড়াকটেজের প্রতি কক্ষ ২৪ ঘণ্টার ভাড়া ৭ থেকে ১২ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের ভাড়া ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। যেভাবে যাবেননিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে নামতে হবে। পরে চন্দ্রা মোড় থেকে সাড়ে ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে সিনাবহ গ্রামে গেলেই রাঙামাটি রিসোর্ট।এসইউ/এইচআর/এমএস

Advertisement