আলাউদ্দিন হোসেন
Advertisement
হেমন্তকাল
সবুজ-শ্যামল ছাউনি ভরা রূপের পল্লিবালামাঠ-প্রান্তর রূপের ছোঁয়া হেমন্তগাঁথা মালা।
আঁকা-বাঁকা মেঠোপথকলমিলতার আড়িনজরকাড়া রূপের পল্লি দেখায় ভীষণ ভারি।
Advertisement
ঘাসের ডগায় শিশির কণা ধান-শালিকের গানগোলাভরা সোনা ঘ্রাণেকৃষক জুড়ায় প্রাণ।
****
হেমন্ত
কুয়াশার আবরণেমমতাময়ী নারীমুখ ঢেকে বসে আছে পথের প্রান্ত ছাড়ি।
Advertisement
রূপ লজ্জায় মমতাময়ী নারী গাচ্ছে গানহেমন্ত এসেছে হেমন্ত এসেছেপেকেছে কাঁচা ধান।
কৃষকের মুখে হাসি ফুটেছেপেয়ে নতুন ধানমমতাময়ী নারীর কণ্ঠেকৃষক জুড়ায় প্রাণ।
****
হেমন্ত সুবাস
আঁকা-বাঁকা মেঠোপথেগরু-মহিষের গাড়িরাশি রাশি ধান নিয়েচলে গাঁয়ের বাড়ি।
কৃষক মুখে নতুন হাসিপেয়ে সোনা ধানপথ পানে চেয়ে কৃষাণি জুড়ায় মন-প্রাণ।
সোনাঝরা ধানের সুবাসমাঠ পেরিয়ে গাঁয়গোলা ভরে কৃষাণ-কৃষাণি বড্ড মজা পায়।
ছড়াকার: শিক্ষার্থী (এমবিএ), সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
এসইউ/এএ/জেআইএম