দেশজুড়ে

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৭ জনের। করোনা থেকে ৪৬ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের সবাই সিলেটের বাসিন্দা।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭ জন। এ বিভাগে বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৩৯ জন।

সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৭৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৪২ জন, হবিগঞ্জে ১ হাজার ৫১৭ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৫৮ জন।

Advertisement

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২১ জন।

করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৭২ জন। এর মধ্যে ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

Advertisement