করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু (৫২)।
Advertisement
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, শারীরিক অসুস্থতাসহ করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে ছিলেন কামরুল আহসান মন্টু। তার দেশের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
কামরুল আহসান মন্টুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Advertisement
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মাঝি, জাহাঙ্গীর ফরাজী, এম এ রব মিন্টু, ইতালি কেন্দ্রীয় জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, সরদার লুৎফুর রহমান, মজিবর সিকদার, ইতালি-বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, বাংলাদেশ সমিতিসহ কমিউনিটির আরও অনেকে শোক প্রকাশ করেছেন।
তার এ মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে মন্টুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বিএ
Advertisement