আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির করোনা

ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার ফল পাওয়ার পর বুধবার টুইট করে নিজের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান তিনি। ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Advertisement

টুইট বার্তায় বিজেপির শীর্ষস্থানীয় এই নেত্রী লিখেছেন, ‘এ রকম খুব কম সময়ই হয়, যখন কোনো কথা বলার জন্য আমার কাছে শব্দ কম পড়ে যায়। তাই সরাসরিই জানাচ্ছি যে, আমি করোনা কোভিড-১৯ পজিটিভ ৷ যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা প্রত্যেকেই করোনা পরীক্ষা করিয়ে নিন ৷’

গত কয়েকদিন ধরেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মোদি মন্ত্রিসভার এই নারী সদস্য। এর পর সম্প্রতি তার করোনা পরীক্ষা করানোর পর তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হলো। বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকেও আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত কয়েক মাসে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকায় রয়েছেন আরও অনেকে। শুধু আক্রান্ত হওয়া নয়, করোনাতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এমন দেশটির আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর করোনায় আক্রান্ত হলেন।

Advertisement

স্মৃতি ইরানির দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। উল্লেখ্য, বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনার সংক্রমণ ভারতে। গত ২৪ ঘন্টায় আরও ৪৩ হাজার ৮৯৩ জন শনাক্ত হয়েছেন। প্রাণহানি ৫০৮। দেশটিতে মোট আক্রান্ত প্রায় আশি লাখ। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ১০ জন মারা গেছেন।

আগের চেয়ে ভারতে করোনার সংক্রমণ কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগে এমনও হয়েছে যে দেশটিতে দৈনিক ৯০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছেন। তবে ভারতের কিছু রাজ্যে এখনো করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। এসব রাজ্যের মধ্যে রয়েছে কেরালা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লি।

এসএ/পিআর

Advertisement